টাঙ্গাইলের বাসাইলে চাঞ্চল্যকর নির্মাণ শ্রমিক আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি শাহীন মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি।
রোববার দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শাহীন মিয়া। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
সিআইডির এসআই প্রীতেশ তালুকদার জানান, শনিবার রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের নুরু মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার দুপুরে শাহীন মিয়াকে আদালতে প্রেরণ করলে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
টাঙ্গাইলের সিআইডির এসপি মোহাম্মদ রিয়াজুল হক জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। দ্রুত ওই মামলার বাকি আসামিদের গ্রেফতার করা হবে।
গত ৭ জুন সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে সালিশ বৈঠকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্দুল মিয়াকে হত্যা করা হয়। পরে ৮ জুন আব্দুলের স্ত্রী সুমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। শাহীন ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেন।