মিতা খাতুন, নিজস্ব প্রতিবেদকঃ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য অনশনকালে পাপন (৩০) শিক্ষানবিশ আইনজীবী আজ ১৩ জুলাই সন্ধ্যার পর গুরুতর অসুস্থ্য হয়েছে। অসুস্থ্য ওই শিক্ষানবিশ আইনজীবীকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে মেডিসিন বিভাগে ইউনিট-ছয় এ ভর্তি করা হয়েছে।
জানা যায়,অসুস্থ্য ওই আইনজীবীর নাম পাপন শেখ। তিনি জামালপুর বারের শিক্ষানবিশ আইনজীবী। সনদের দাবীতে শিক্ষানবিশ আইনজীবীরা গত ৭ জুলাই ঢাকার বার কাউন্সিলের সামনে অবস্থান কর্মসূচী শুরু করে। একই দিন বিকেলে আমরণ অনশণ শুরু করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে। ৭ম দিনের মতো আজ ( ১৩ জুলাই) রবিবার অনশন করছিল শিক্ষানবিশ আইনজীবীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছে অনশনকারীরা। অনশন করাকালে কয়েকদিনে বেশ কয়েকজন অসুস্থ্য হয়ে পড়ে।
অনশনকারীদের দাবী,করোনা পরিস্থিতির কারণে আইনজীবী তালিকাভূক্তির প্রিলিমিনারী পাশকৃতদের লিখিত ও ভাইভা পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে। এজন্য ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত ও ভাইভা পরীক্ষা মওকুফ করতঃ সরাসরি গেজেট প্রদানের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তিকরণের দাবিতে এ আমরণ অনশন কর্মসূচী পালন করছিলেন শিক্ষানবিশ আইনজীবীরা।
এদিকে শিক্ষানবিশ আইনজীবীদের প্রধান সমন্বয়ক এ,কে মাহমুদ,সুমনা আক্তার লিলি এবং আইনুল ইসলাম বিশালগণ অসুস্থ্য শিক্ষানবিশ আইনজীবীদের সার্বক্ষনিক তদারকি করছেন। সেই সাথে অসুস্থ্য সহযোদ্ধা ভাই,বোনদের আশু রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য,এই শিক্ষানবিশ আইনজীবীরা সারা দেশে গেজেটের মাধ্যমে সনদের দাবীতে একযোগে গত ৯জুনে দেশের প্রতিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ছিলেন। এছাড়া একই দাবীতে গত ৩০ জুন ঢাকা প্রেসক্লাবে প্রেস কনফারেন্স করেন ও সারাদেশে জেলা ভিত্তিক মানববন্ধন কর্মসূচী পালন করেছিলেন।