আরিফুল ইসলাম,শিবগঞ্জ প্রতিনিধি: সারাবিশ্বকে আতংকের মধ্যে রেখেছে করোনা ভাইরাস ( কোভিড-১৯ )। বিশ্বের প্রায় সব কাজকর্ম বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে অধিকাংশ মানুষ ।এতো কিছু বন্ধ থাকা সত্ত্বেও বন্ধ নেই বিয়ে । চলছে অল্প বয়সে বিয়ের ধুম। অল্প বয়সে বিয়ে সরকারী আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ । তবুও অভাবের তাড়নায় অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা ।
করোনা মোকাবেলায় দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে । বন্ধ করা হয়েছে সমস্ত রকম সামাজিক অনুষ্ঠান কিন্তু তাতেও রোখা যাচ্ছে না বিয়ে । প্রশাসনের দৃষ্টির আড়ালে লুকিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান ।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, গ্রামের দিকে এই ধরণের ঘটনা বেশি ঘটছে । অল্প বয়সে বিয়ের সাথে সাথে লকডাউনে পালিয়ে বিয়ে করার কথাও জানা যায় ।