ঢাকার সাভার থানাধীন এলাকায় অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ওষুধ কোম্পানি ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযোগের সত্যতার ভিত্তিতে র্যাব-৪ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুই কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করেছে।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মংয়ের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সাভার গান্দারিয়ার ‘ইয়াসিন কেমিক্যাল কোম্পানি’তে অভিযান পরিচালনা করে।
অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার প্রমাণ পাওয়ায় এর মালিক মো. জিয়াউর রহমানকে (৪০) ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ (বি) ধারা মোতাবেক নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে দুপুর আড়াইটার দিকে সাভার থানাধীন সাদপুর, পুরানবাড়িতে ‘ইউনিয়ন ফার্মাসিউটিক্যালস লি.’ এ অভিযান পরিচালনা করে একই অপরাধে এর ম্যানেজার মো. নূরুন্নবীকে (৩৭) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।