শেরপুরের নকলা উপজেলায় ছেলের মারধরের পর গলা টিপে ধরলে শ্বাসরোধে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার কবুতরমারী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বিকেলে পাশের গ্রাম থেকে ছেলেকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পোশাক শ্রমিক মিলন মিয়া (২২) ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার দুপুরে বাবা হাবিবর রহমান হাবি’র (৪৮) সঙ্গে টাকা-পয়সা নিয়ে তার ঝগড়া লাগে। এক পর্যায়ে বাবা-ছেলে দু’জনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় মিলন তার বাবাকে কিল-ঘুষি ও লাথি মেরে ঘরের মেঝেতে ফেলে দেন। পরে গলা টিপে ধরেন। এতে বাবা জ্ঞান হারান। তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা স্বীকার করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মিলন মিয়াকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।