মিতা খাতুন,কোর্ট রিপোর্টার,খুলনাঃ–
আজ খুলনা জেলা আইনজীবী সমিতির ৮ জন আইনজীবীর মৃত্যুতে তাঁদের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শোক সভাটি খুলনা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়।
করোনাকালীন দীর্ঘদিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার পর পূর্ব ঘোষিত সরকারী সিদ্ধান্ত মোতাবেক আজ (৫ আগস্ট) বুধবার থেকে দেশের সব নিম্ন আদালতে বিচার কাজ শুরু হয়েছে।
জানা যায়, করোনাকালীন ছুটির প্রায় সাড়ে ৪ মাসে খুলনায় করোনায় ৪ জনসহ বিভিন্ন রোগে মোট ৮ জন আইনজীবীর মৃত্যুতে আদালতের বিচার কার্যক্রম স্থগিত রেখে তাঁদের শোক সভা অনুষ্ঠিত হয়।
এ শোক সভাটিতে খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন জেলা পিপি এনামুল হক, মোফাজ্জেল বন্দসহ সিনিয়র আইনজীবীরা।
খুলনার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি এ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, করোনাকালীন সময়ের ১২৯ দিন পর বুধবার আদালত খুলে দেওয়া হয়েছে। কিন্তু খুলনায় আদালতের কার্যক্রম হয়নি। কারণ করোনাকালীন সময়ে আমরা ৮ সহকর্মী আইনজীবীকে হারিয়েছি।
উল্লেখ্য, করোনার ছুটিকালীন বিভিন্ন রোগে মৃত্যুবরণকারী আইনজীবীরা হলেন- ১ জুন মৃত্যুবরণ করেন এ্যাডভোকেট মোঃ শওকত আলী,৩০ জুন এ্যাডভোকেট কায়সার ঠাকুর, ২৯ জুলাই এ্যাডভোকেট মোঃ নুরুল হক, ৪ আগস্ট এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুর রশিদ,এ্যাডভোকেট মিনাক্ষী বিশ্বাস, এ্যাডভোকেট আ ক ম ফিতরাত হোসাইন, এ্যাডভোকেট মোঃ আব্দুল ওহাব ও এ্যাডভোকেট শেখ আব্দুল হাকিম।