করোনার পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি চলছে। এছাড়াও চেয়ারম্যান আরিফ চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ মোট আট জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে এ অভিযোগ গঠন শুনানি শুরু হয়।
এর আগে ৬ই আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেন। ৫ই আগস্ট আদালতে সাবরিনা ও আরিফসহ আট জনের বিরুদ্ধে চার্জশিটটি দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে।