রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ পৌরসভার ২ নম্বর ওর্য়াড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে আটক করা হয়েছে। শুক্রবার র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে আরও বলা হয়, সকালে গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব- ৫ এর একটি অপারেশন দল মোফাজ্জল হোসেনকে হেরোইনসহ হাতেনাতে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।