নোয়াখালীর সোনাইমুড়ীতে এক শিক্ষককে বাল্য বিয়ের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। বর নুরুল আলম হারুন উপজেলার উত্তর বগাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের মো. হোসেনের ছেলে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিনাপাল এ সাজা দেন।
জানা যায়, রোববার দুপুরে সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর (১৭) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে মেয়েটির বাড়িতে যান ইউএনও। এ সময় কনের বাবা, বরের বড় ভাই ও বরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।
ইউএনও টিনা পাল জানান, দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ববের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।