বগুড়ায় ইয়াবাসহ সাইদি হোসেন(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শেরপুর উপজেলার দশমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব ।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার জানান, সোমবার সন্ধ্যা ৭ টায় অভিযানে সাইদিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুইটি সীমসহ একটি মোবাইল এবং নগদ ২৭০০ টাকা পাওয়া গেছে ।
গ্রেফতারকৃত সাইদি শাজাহানপুর উপজেলার জামুন্না গোবিন্দপুর এলাকার হায়দার আলীর ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় সোপর্দ করেছে র্যাব।
জানা যায়, গ্রেফতারকৃত সাইদি হোসেন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।