Related Articles
বগুড়ার শেরপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আঁখি আকতার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী মাজার এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনরা পুলিশকে না জানিয়ে রাতেই লাশ দাফন করেছেন।
রোববার সকালে শেরপুর থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শিশু আঁখি আকতার বগুড়ার শেরপুর উপজেলার কয়েরখালী মাজার এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে।
সে স্থানীয় চকখাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আঁখি বাড়ির অন্য শিশুদের সঙ্গে গামছা দিয়ে খেলা করছিল। এক পর্যায়ে গামছা দিয়ে তার গলায় ফাঁস লাগে। এতে শ্বাসরোধে আঁখি অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়।
অন্য শিশুদের চিৎকারে মা এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশকে অবহিত না করে রাতেই শিশুটির লাশ দাফন করা হয়েছে। বিষয়টি জানতে পেরে রোববার সকালে একজন অফিসারকে ওই বাড়িতে পাঠানো হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)