ডেক্স নিউজঃ
খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ স্ব-পরিবারে করোনা ভাইরাস(কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এসপি শফিউল্লাহকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিবারের অন্য সদস্যদের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে এসপি শফিউল্লাহর বন্ধু খুমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শহীদুল ইসলাম মুকুল বাংলানিউজকে বলেন, এসপি শফিউল্লাহ ও তার মা, স্ত্রী, দুই সন্তানের গত ২৬ তারিখে করোনা শনাক্ত হয়। তারা বাড়িতে আইসোলেশনে আছেন। কিন্তু আগে থেকে অ্যাজমা সমস্যা থাকার কারণে এসপি শফিউল্লাহকে শনিবার (২৯ আগস্ট) বিকেলে খুমেক হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।