সেলিম রেজা: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বুধবার ২রা সেপ্টেম্বর সকালে মতবিনিময় সভা করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ বাহা উদ্দিন ফারুকী।
এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য, নারায়ন মালাকার, সেলিম রেজা, এম,এ, মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, উজ্জল অধিকারী, বাবু রাজ্জাক, টুটুল শেখ প্রমূখ।
সভার শুরুতে নবাগত ওসি বাহা উদ্দিন ফারুকী তার পরিচয়, চাকুরী জীবনের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পরিচিতি শেষে সাংবাদিকদের আলোচনা থেকে জানতে পায় উপজেলায় মাদক ও ইভটিজিং জুয়া বাল্যবিবাহের কথা। তাই যুব সমাজকে মাদকের ভয়াবহ পরিণতি ও ইভটিজিং থেকে রক্ষা করতে তিনি দৃঢ়তার কথা বলে মাদক ও ইভটিজিংকে জিরো টলারেন্সে নামিয়ে আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও উপজেলার সার্বিক আইন শৃংখলা রক্ষায় তিনি তার দায়িত্বের সবটুকু উজার করে দিয়ে কাজ করবেন বলে তিনি জানান।