বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পূর্বশত্রুতার জের ধরে একজন পল্লী চিকিৎসককে হামলা করেছে দুর্বৃত্তরা।জানা গেছে গাবতলী উপজেলা নারুয়ামালা ইউনিয়নের সোনাপুর গ্রামে পল্লী চিকিৎসক আব্দুল মোতালেব সকাল আনুমানিক ৬ টায় চিকিৎসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে নুরুল আমিন নূরী পিতা মৃত ফকির মাহমুদ পরামানিক আব্দুল হাকিম পিতা নুরুল আমিন, নূরনবী, মাহফুজার রহমান, আপু মিয়া সকলের পিতা মৃত ফকির মাহমুদ প্রামানিক, সুইটি বেগম স্বামী নুরুল আমিন গন তাকে আক্রমণ করে। এমতাবস্থায় সকলে মিলে এলোপাথাড়ি কিল-ঘুষি দিতে থাকে। এক পর্যায়ে নূরনবী চাইনিজ কুড়াল আপু মিয়া রামদা মাহফুজার রহমান চাপাতি আব্দুল হাকিম চাইনিজ কুড়াল নিয়ে আসে এক পর্যায়ে সুইটি বেগম রামদা নিয়ে এসে নুরুল আমিনকে দিলে উক্ত রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে এক পর্যায়ে মাথার ডান পাশে রামদার আঘাত লাগলে ৮-১০ ইঞ্চি ২-৩ ইঞ্চি গভীরভাবে কেটে যায় এবং অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হয়। তখন সকলে মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি দিতে থাকে। তার স্ত্রী মোরশেদা বেগম এগিয়ে আসলে সুইটি বেগম তাকে চুল ধরে টানাটানি করে বর্তমানে সে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত। তার চাচাত ভাই মুকুল এগিয়ে আসিলে নুরনবীর হাতে থাকা রামদা দিয়ে তার ডান হাঁটুতে আঘাত করে ফলে তার হাটু কেটে যায় তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় । স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মাথায় ৮টি সেলাই দেওয়া হয় অপরদিকে মুকুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।এ বিষয়ে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হক জানান, মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে চেষ্টা চলছে।