করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহবুবে আলম বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, সকালে অনেক জ্বর ছিল। এখন কম। ভালো আছেন উনি। হাসপাতালে ভর্তি আছেন।
করোনা পজিটিভ কি না? জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, হ্যাঁ, করোনা পজিটিভ।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।
বিস্তারিত আসছে….