নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা চামারবাড়ি এলাকায় বিস্ফোরণের ঘটনায় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালেক ইমাম আব্দুল মালেকসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জন।
শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এছাড়াও চিকিৎসাধীন বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।এরইমধ্যে বিস্ফোরণে মৃত ১৬ জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যু হয়েছে।