ঘুষ লেনদেনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) তার আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল আলম জামিন আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদুল আলম বলেন, এনামুল বাছিরের জামিন আবেদনটি আজ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
গেল বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৯ সালের ২২ জুলাই রাতে রাজধানীর দারুস সালাম এলাকার একটি বাসা থেকে এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদক পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে একটি দল। পরদিন ২৩ জুলাই তাকে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠায়। সেই থেকে তিনি কারাবন্দি।