মসজিদের সামনে আপত্তিকরভাবে নাচ-গানকে নাজায়েজ ও বাংলাদেশের আইনবহির্ভূত উল্লেখ করে ক্ষমা চাইতে চিত্রনায়িকা মুনমুনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) নোটিশ প্রেরণকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সখিপুর পৌর এলাকার স্থানীয়দের সঙ্গে নৌকা ভ্রমণে যান মুনমুন। শাইলসিন্দুর নদীতে নৌকা ভ্রমণ শেষে দুপুরে পলাশতলী বাজারে খাওয়া-দাওয়া শেষে আয়োজনকদের অনুরোধে নাচেন মুনমুন। উপস্থিত অনেকেই সেই নাচের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, মুনমুন যেখানে নাচছেন, তার পেছনেই একটি ঘরে ‘মসজিদ’ সাইনবোর্ড লাগানো। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মুনমুনকে পাঠানো নোটিশে আইনজীবী মেহেদী হাসান বলেন, পলাশতলী বাজার মসজিদের সামনে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ নৃত্য উপস্থাপন করেছেন চিত্রনায়িকা মুনমুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নাচের ছবি ছড়িয়ে পড়লে মুসলিমদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।