অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন করেছেন মামলার বাদী ও নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
আদালত তার আবেদনটি গ্রহণ করছেন। তবে এ সংক্রান্ত কোনো আদেশ দেননি।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা জানান, যেকোনো সময় এ আদেশ হতে পারে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আগে ও পরে এসপির সঙ্গে আসামিদের যোগাযোগ ছিল। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন তিনি। এ কারণে বাদী মনে করছেন এসপিকে এ মামলায় আসামি করা জরুরি।
একই কথা জানিয়ে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, আশা করছি ন্যায় বিচার পাবো।
৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া-শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।