সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম সিরাজ অসুস্থ। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (১২ সেপ্টেম্বর) ল্যাবএইড হাসপাতালে ভর্তি করার পর এখন তার এনজিওগ্রাম চলছে। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন। আমিন উদ্দিন মানিক আরও বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সবার কাছে তার সুস্থতার জন্যে দোয়া চেয়েছেন।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার ডিক্রীরচর গ্রামের কৃতি সন্তান সিরাজুল ইসলাম এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন।