নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ রয়েছে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এর মধ্যে আইনজীবীদের নিবন্ধন লিখিত পরীক্ষা চলতি মাসের ২৬ সেপ্টেম্বর নেওয়ার ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে সনদের দাবিতে ৭১তম দিনের মতো একটানা প্রতীকী অনশন করে চলেছেন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন তাঁরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবারও অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
জানা যায়, সনদের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের চলমান আন্দোলনের কারণে গত ২৬ জুলাই লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বার কাউন্সিল। আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ করোনা পরিস্থিতির মধ্যেই আগামী ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে।
করোনার মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরও ১৩ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সম্পন্ন করবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।