প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবার অর্থাৎ খিচুড়ি ব্যবস্থাপনা দেখতে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের যে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে হৈ চৈ করার মতো কিছু নেই।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মো. জাকির হোসেন বলেন, মিড ডে মিল বা ম্যানেজমেন্ট শেখার জন্য উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রত্যেকেরই সিনিয়রদের কাছে কিছু শেখার আছে। এ জন্য কিছু অর্থ বরাদ্দ আছে। এটা নিয়ে হৈচৈ করার কি আছে?
প্রতিমন্ত্রী বলেন, মিড ডে মিল কার্যক্রমটি আমরা ১৬ উপজেলায় পাইলটিং (পরীক্ষামূলকভাবে চালু) করেছি। এতে তিনদিন বিস্কুট, তিনদিন রান্না করা খাবার থাকবে। এছাড়া ডিম, কলা ইত্যাদির চিন্তাভাবনা করছি, যেনো বাচ্চাদের কিছুটা হলেও পুষ্টি দিতে পারি।
ভারতের কেরালায় স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাপনা দেখতে তিনি নিজেও গিয়েছিলেন দাবি করে বলেন, যেকোনো বিষয়েই অভিজ্ঞতা নিতে হয়। অভিজ্ঞতা নিয়ে কাজ করলে তার ফলও ভালো পাওয়া যায়।