নিজস্ব প্রতিবেদকঃ-
যশোর জেলার শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল সহ ফারুক হোসেন (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সে যশোরের ঝিকরগাছার শিমুলিয়া বাকড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বসতপুর গ্রামের একটি রাইস মিলের সামনে থেকে তাকে আটক করা হয় ।
শার্শার বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে পুলিশের একটি টহল দল গোগা রোডের বসতপুর গ্রামের অটো রাইচ মিলের সামনে থেকে ৪২ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ ফারুক হোসেনকে আটক করে।তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।