স্কুলছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের বিষয়ে জানাতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানা চত্বরে প্রেস ব্রিফিং করে পুলিশ। এসময় পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে মাঠে কাজ শুরু হয়। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মিজানুরকে। উদ্ধার করা হয় ছুরিসহ বিভিন্ন আলামত।
পরে, কড়া প্রহরায় মিজানুরকে নেয়া হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানায় পুলিশ।
এদিকে, এদিন দুপুরে ঢাকা-আরিচা মহসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনের আয়োজন করে সাভার নাগরিক সংগঠন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি একাত্মতা জানিয়ে অংশ নেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানও। এসময় নীলা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
গত ২০ সেপ্টেম্বর রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকায় হাসপাতাল থেকে ফেরার পথে ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নীলাকে ছুরিকাঘাতে হত্যা করে মিজানুর। নিহত নীলা স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো। এ ঘটনায় মূল আসামি মিজানুর রহমানের বাবা ও মাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে র্যাব।