টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে তোফাজ্জল হোসেন (৩৯) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার পৌলি নদী এলাকায় এ ঘটনা ঘটে। এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত তোফাজ্জল হোসেন ওই এলাকার মৃত রবি মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, সন্ধার দিকে তোফাজ্জল বাড়ির পাশের পৌলি নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাত হলে তিনি গুরুত্বর আহন হন। পরে স্থাানীয়রা ও তার পরিবার তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ বাড়িতে নিয়ে যায়।
**মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের র্ভরা গ্রামে বজ্রপাতে মহর আলী(৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেস্বার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানা যায় মহর আলী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনাটি ঘটে।
টাঙ্গাইল প্রতিনিধি
তারিখ-০১.১০.২০২০