বিডি ল নিউজ২৪ঃ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া জেলা ইউনিটের নতুন কমিটি নির্বাচিত হয়েছে।
৩ সেপ্টেম্বর শনিবার বগুড়া জেলা আইনজীবী সমিতি গহর আলী ভবনে সকাল ১০ টা হইতে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন হয় এবং বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন২০২০ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিট এর দ্বিবার্ষিক সন্মেলন ফোরামের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন-
এ্যাডঃ মোঃ আলী আসগার (১৪৪) ভোট এবং তার প্রতিদ্বন্দি প্রার্থী মোখলেছুর রহমান পায় (১১৪) ভোট, , সম্পাদক নির্বাচিত হন বগুড়া বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ মোজাম্মেল হক (১৩০) ভোট, এবং তার প্রতিদ্বন্দি প্রার্থী পায় (৭৩) । যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোসলেম উদ্দিন লিটন (১৩০) ভোট এবং তার প্রতিদ্বন্দি প্রার্থী পায় (১১৯) সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আতাউর রহমান আতিক (১২৪) ভোট এবং তার প্রতিদ্বন্দি প্রার্থী পায় (৮৯) ভোট, সহঃ সভাপতি এ্যাডঃ সুফিয়া খাতুন কোহিনূর বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার ছিলেন এ্যাডঃ আফতাব উদ্দিন আহমেদ, এ্যাডঃ এ,কে, সাইফুল ইসলাম, এ্যাডঃ আব্দুল বাছেদ।
আইনসৃংখলা পরিস্থিতিও অনেক ভালো লক্ষ্য করা যায়। প্রশাসনের বিভিন্ন দপ্তরের সদস্যদেরও উপস্থিতি দেখা যায়।