চাঁদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল কে পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ইহার আহবায়ক এডভোকেট মিয়া মোঃ কাউছার আলম ও সদস্য সচিব এডভোকেট মোঃ জিশান মাহমুদ। এডভোকেট জিল্লুর রহমান জুয়েল ইতিপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সক্রিয় সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের মানবকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এডভোকেট জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র হওয়ায় আগামী দিনে পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখবেন এই আশা ব্যক্ত করেন।