আমরা ক’জন মুজিব সেনা, জাতীয় পরিচালনা পরিষদের সদস্য সভা পরিচালনা সাইদ আহমেদ বাবু ও সদস্য সমন্বয়কারী সৈয়দ আবু তোহা এক বার্তায় চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েলকে নির্বাচনে জয়লাভে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বার্তায় তারা বলেন, আমরা ক’জন মুজিব সেনা-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য-সভা পরিচালনা জনাব জিল্লুর রহমান জুয়েলের এই বিজয় মুজিব সেনার নেতৃত্ব বিকাশের একটি মাইল ফলক এবং আগামীতে চাঁদপুর পৌরসভার অগ্রগতির স্মারক হিসেবে গন্য হবে।