বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন২০২১ উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বগুড়া কর্তৃক গহর আলী ভবনে অনুষ্ঠিত হয়।
বার কাউন্সিলের সদস্য, সাবেক পৌরসভার মেয়র,সাবেক সভাপতি, বিজ্ঞ অ্যাডভোকেট জনাব মোঃ রেজাউল করিম মন্টুর সভাপতিতে সভার শুরুতে কোভিড নাইনটিন বৈশ্বিক মহামারী করোনায় বারের মৃত্যু বরণকারী আইনজীবী ও দেশের অন্যান্য বারে মৃত্যু বরণ যারা করেছেন তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কর্তৃক নির্বাচনের প্যানেল গঠনের নিমিত্তে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, পরিষদের সকল সদস্যের সর্বসম্মতিক্রম।
উক্ত অনুষ্ঠানে, বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য বগুড়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ এডভোকেট জনাব লুৎফে গালিব আল জাহিদ মৃদুল, এডভোকেট মন্তেজার রহমান মন্টু, এডভোকেট তবিবর রহমান তবি, এডভোকেট জাকির হোসেন নবাব এডভোকেট মোঃ মকবুল হোসেন মুকুল, এডভোকেট মোঃ ফজলুল হক সবুজ, সহ আরো বিজ্ঞ অ্যাডভোকেটগন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
মোঃ তোজাম্মেল হক, মোঃ রফিকুল ইসলাম মোঃ সাব্বির আহমেদ বিদ্যুৎ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ জাহিদুল ইসলাম বাচ্চু মোঃ খায়রুল বাশার, বীরেশ্বর সরকার মোঃ শাহাদৎ হোসেন, পদ্ম কুমার দেব রফিকুল ইসলাম নাফরু, মোস্তফা কামাল প্রিন্স, ফাহিম শাহরিয়ার, রাফি সৌরভ, আব্দুল্লাহ আল মামুন, রশিদ, সুমন সহ পরিষদের অন্যান্য বিজ্ঞ আইনজীবীগন।