নিজস্ব প্রতিবেদকঃ-
রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় মহির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
জানা যায়,রংপুরে ফিড মিলে কর্মরত অবস্থায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার ঘটনায় লাইফ সার্পোটে থাকা ওই বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৩অক্টোবর) সকাল ৭টা ৫৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার লাশ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’র কর্মরত চিকিৎসক ডাঃ জামাল উদ্দিন মিন্টু বলেন, পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার কারণে তার খাদ্যনালীর নিম্নাংশ ছিড়ে যায়। রোগীটি শকে থাকার কারণে তাকে লাইফ সার্পোটে রাখা হয়। শুক্রবার সকালে তিনি মারা যান।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ফিড মিলের হাওয়া মেশিন দিয়ে শরীর পরিস্কার করার সময় রশিদুল মেশিনের বাতাস বের হওয়া পাইপ মহির উদ্দিনের পায়ুপথে ঢুকিয়ে দেয়। বাতাস ঢুকে পেট ফুলে গেলে মহির উদ্দিন অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষনিক রশিদুল তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে মাহিগঞ্জ থানা পুলিশ। এ খবরে গা-ঢাকা দেয় রশিদুল। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকনুজ্জামান।