মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়ায় এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আল ফারুক ওই এলাকার আশরাফ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এ রায় দেন।
বিল্লাল হোসেন জানান, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহনের সময় ফারুককে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যামাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।