জাতীয়পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘জাতীয়পার্টিকে মানুষের মধ্যে আস্থার রাজনৈতিক দল হিসেবে পরিণত করা হবে।‘ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টিও নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলসমূহের মধ্যে জাতীয় পার্টি অন্যতম। আমরা বিজয়ের জন্য রাজনীতি করি। তাই দলকে আরও শক্তিশালী করতে হবে। আমরা জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি।’ এ সময় নব গঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় পার্টি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টিকে আস্থার রাজনৈতিক শক্তিতে পরিণত করা হবে। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি দিয়ে জাতীয় পার্টি জনগণের আস্থা অর্জন করবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান জহুরুল আলম রুবেল, আদেলুর রহমান আদেল, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম ও যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান।
এদিকে অপর এক খবরে জানা যায়, মৌলভীবাজার জেলা জাতীয় পাটি ১১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। নবগঠিত কমিটিতে সৈয়দ সাহাবউদ্দিন আহমেদকে সভাপতি এবং হাজী মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত নেতৃবৃন্দও জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এডভোকেট আফজাল হোসেন, লুৎফুল হক এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।