বিডি ল নিউজ২৪ডটকমঃ বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন ২১ উপলক্ষে, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত এ্যাডভোকেট. এ এফ এম সাইফুল ইসলাম পল্টু ও এ্যাডভোকেট. আব্দুল লতিফ পশারী ববি পরিষদের প্যানেল পরিচিত অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় গওহর আলী বার ভবনের নীচতলায়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট, টি এম আব্দুল মতিন।
অনুষ্ঠানে প্যানেলটির পক্ষ থেকে কিছু নির্বাচনি অঙ্গিকার প্রকাশ করা হয়।
অঙ্গিকারের মধ্যে রয়েছে, বিচারঙ্গনে বিদ্যমান নিম্নস্তরের কর্মকর্তা, কর্মচারীদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা, বিচারঙ্গন থেকে টাউট, বাটপার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করন, আইনজীবীদের বসার সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ কর্মরত আইনজীবীদের দাযিত্ব পালনরত অবস্থায় সমস্যা সমাধানের অঙ্গিকার করা হয়।
পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ্যাড, রফিকুল ইসলাম লাল, এ্যাড, সৈয়দ ওমর আলী ছবি, সভাপতি প্রার্থী এ্যাড, সাইফুল ইসলাম পল্টু ও সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাডভোকেট, আব্দুল লতিফ পশারী ববি, সহ সভাপতি প্রার্থী এ্যাড, লিয়াকত আলী সরদার, এ্যাডভোকেট, নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাডভোকেট, রাশেদুর রহমান মরিস, এ্যাডভোকেট, শেখ হাবিবুল হাসান ড্রেক প্রমূখ।
শেষে পল্টু~ববি প্যানেলকে আগামী ২৭ নভেম্বর ভোট দিয়ে দিয়ে জয়যুক্ত করার জন্য বিজ্ঞ আইনজীবীদের প্রতি অনুরোধ করা করেন।