নতুন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হক খানের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন করা হয়।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এবছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ। তার মৃত্যুতে দীর্ঘ প্রায় ৬ মাস মন্ত্রিহীন ছিল ধর্মমন্ত্রণালয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর মন্ত্রী পেল ধর্মমন্ত্রণালয়।