ঘুষ গ্রহণ ও অর্থ পাচার আইনে করা মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বনিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।
এদিন শেষ না হওয়ায় অবশিষ্ট জবানবন্দি এবং জেরার জন্য আগামী ১৮ ও ১৯ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন আদালত। গত ৪ নভেম্বর একই আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেওয়া হয়।
গত বছর ২৮ জুলাই পার্থ গোপালকে গ্রেপ্তার করা হয়। ওইদিন তার গ্রিন রোডের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। পরদিন আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ডিআইজি পার্থের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।