Related Articles
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নকলের অভিযোগে গ্রেপ্তার ছয়জনকে কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস মঙ্গলবার এই আদেশ দেন।
আসামিরা হলেন- মো. নজিবুল্লাহ (প্রেস মালিক), মো. রফিকুল ইসলাম, মো. সানোয়ার হোসেন, মো. তোফাজ্জল শেখ, লালচান শেখ ও মো. সাদেক শেখ।
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই লুৎফুর রহমান আসামিদের আদালতে হাজির করে কপিরাইট আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে লালবাগ থানার শহীদ নগর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)