নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। তবে ওই তরুণের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সৈয়দপুর বাইপাস সড়কে গতকাল ওই তরুণ দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পরপরই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তরুণের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। আনুমানিক ২২ বছর বয়সী ওই তরুণ গতকাল রাত একটার দিকে মারা যায়।