বিডি ল নিউজ২৪ ঃ গত ১২ জানুয়ারী একটি ফৌজদারি মামলার জামিন শুনানির সময় বগুড়ার সিনিয়র আইনজীবী, সাবেক মেয়র, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাড. রেজাউল করিম মন্টুর সাথে বগুড়ার জেলা ও দায়রা জজ মি. নরেশ চন্দ্র সরকার অসৌজন্য মূলক আচরণ করেন। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া অ্যাড. বার সমিতি গওহর আলী ভবনে এক জরুরী সভা আহবান করে। বার সমিতির সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার প্রত্যাহার না হওয়া পর্যন্ত আগামী ১৭ জানুয়ারী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য তাঁর আদালত বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতেই অ্যাড. রেজাউল করিম মন্টু জেলা ও দায়রা জজের এজলাসে যেভাবে লাঞ্ছনার শিকার হোন তার বিস্তারিত বর্ণনা করেন তিনি। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বগুড়া আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. মন্তেজার রহমান মন্টু, পিপি অ্যাড. আব্দুল মতিন অ্যাড. শাহাদাত হোসেন, অ্যাড. নরেশ মুখার্জি, আশেকুর রহমান সুজন প্রমুখ। বারের সিদ্ধান্তকে উপেক্ষা করে বগুড়া বারের কোন আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে শুনানি করতে গেলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে বলে সভায় বলা হয়।
