সেলিম রেজা: উপজেলার দাড়িয়াপুর গ্রামের মজনু মন্ডল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে (১৬) বছর বয়সী মানসিক প্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগ এনে থানায় মামলা করেছে প্রতিবন্ধীর মা মরিয়ম বেগম।
গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঐ প্রতিবন্ধীর মা বাদী হয়ে বেলকুচি থানায় মজনু মন্ডলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।
এবিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম এই প্রতিবেদককে জানান, গতকাল রাতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ এনে দাড়িয়াপুর গ্রামের মজনু মন্ডল নামের একজনের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আমরা মামলা সাথে সংশ্লিষ্ট বিষয়াদী খতিয়ে দেখছি আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।