টাঙ্গাইলে মাস্ক ব্যবহার না করায় দুই কাউন্সিলরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের মাঝে মাস্কও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে বাসাইল বাজারে অভিযান পরিচালনা করে তাদের ৪০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজও অভিযান চালানো হয়। এসময় মাস্ক ব্যবহার না করে দুই কাউন্সিলর স্টলে আড্ডা দিচ্ছিলেন। পরে তাদেরসহ পাঁচজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাস্কও বিতরণ করা হয়।’
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।