নিউজ ডেস্ক :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আজই প্রথম দফার লকডাউন শেষ হচ্ছে না। আজ প্রথম দফার লকডাউনের সময়সীমা ছিল। আবার আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে কঠোর লকডাউন।
তিনি রোববার সকালে রাজধানীর সংসদ ভবনের বাসভবনে সংবাদ সংম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, চলমান লকডাউন আজ শেষ হচ্ছে না। চলবে আগামী মঙ্গলবার ১৩ এপ্রিল পর্যন্ত। আর ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা থাকবে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত।