নবিবুর রহমান,সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে মঙ্গলবার বেলা ১১ ঘটিকার দিকে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আমপাড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসছুল ওয়াদুদ,সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার,উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বর্তমান পরিস্থিতিতে আম ভোক্তার কাছে পৌঁছে দিতে স্বাস্থ্যবিধি মেনে আম সংগ্রহ ও বাজারজাতকরনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।