সরকার যত দ্রুত সম্ভব দেশে ভ্যাকসিনের ব্যবস্থা করতে সচেষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব এটা আমাদের করতে হবে এবং সেটা করা হচ্ছে। শিগগিরিই এটার ফলাফল পাওয়া যাবে।
শনিবার (২৬ জুন) ১৯তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও ২৩তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন সরবরাহ বন্ধ করে দিলে দেশে টিকাদান কার্যক্রমে এক প্রকার স্থবিরতা তৈরি হয়। চীন, রাশিয়াসহ একাধিক উৎস থেকে ভ্যাকসিন আনতে জোড় প্রচেষ্টা চালাচ্ছে সরকার। এরমধ্যে দেশ দুটির সাথে চুক্তিও হয়েছে। ভ্যাকসিন উপহারও এসেছে চীন থেকে।
মন্ত্রী আরও বলেন, মহামারিতে সবচেয়ে কঠিন খাত রাজস্ব আদায়, সেখানেও ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এক বছরে রেকর্ড ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।