গাবতলীতে বিপুল পরিমান বিদেশী
মদ ও বিয়ার উদ্ধার আটক-২
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ শ্যামল সরকার বগুড়া গাবতলীতে বিপুল পরিমান বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও বেলজিয়াম বিয়ার উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সাথে মিনিট্রাক ড্রাইভার ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে উপজেলার সুখানপুকুর বন্দর এলাকায় এক সাঁড়াশী অভিযান চালিয়ে ওই বিদেশী মদ ও বিয়ারগুলো উদ্ধারকৃত করে।
জানা গেছে, দীর্ঘদিন আগে থেকেই কখনো দিনে আবার কখনো রাতে সুখানপুকুর বন্দরের শহীদ মিনারের সামনে একটি পাটের গুদাম থেকে বিদেশী মদ ও বিয়ার গোপনে বিভিন্নস্থানে বিক্রি করে আসছিল মাদক ব্যবসায়ীরা। স্থানীয়রা প্রথমে বুঝতে না পারলেও কিছুদিন আগে থেকে বুঝতে পেরে যায়। এরই একপর্যায়ে যখন মিনিট্রাকে মদ ও বেলজিয়াম বিয়ারের বোতল তুলছিল তখন স্থানীয়রা গোপনে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দ্রুত গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে ছুটে গিয়ে বিভিন্ন ব্রান্ডের বেশ কিছু বিদেশী মদ ও ২৬ কার্টুন বেলজিয়াম বিয়ার উদ্ধার করে। পুলিশ এ সময় মিনিট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৬৬৫১)সহ ড্রাইভার ও তার সহযোগী শ্যালককে আটক করে। আটককৃতরা হলো, গাবতলী সদর ইউনিয়নের উনচুরখী সারপাড়া গ্রামের আব্দুর নুর মন্ডলের ছেলে মিনিট্রাক (পিকআপ) ড্রাইভার জাহাঙ্গীর আলম (৩৫) ও তার সহযোগী নেপালতলী ইউনিয়নের চক ডওর গ্রামের বাবুল খা এর ছেলে সোহেল (১৮) আটককৃতরা স্থানীয় সাংবাদিকদের জানান, মদ ও বিয়ারের কার্টুনগুলো জলেশ্বরীতলা নিয়ে যাওয়ার জন্য চেলোপাড়া থেকে তাদেরকে ভাড়া করা হয়েছিল। এ ব্যাপারে থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে। ২৯.০৬.২০২১