সেলিম রেজা: সিরাজগঞ্জের বেলকুচিতে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে উপজেলার মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌর এলাকায় কামারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আমিনুল আহসান রানা (৪৫) কে ১৬ গ্রাম হেরোইন ও বুধবার রাতে শ্যামগাঁতী গ্রামের নাজিম উদ্দীন সরকারের ছেলে ইব্রাহীম সরকার (২৭) কে ১শত গ্রাম গাঁজা এবং ২ গ্রাম হেরোইন ও সুর্বনসাড়া গ্রামের মৃত আবুল হান্নানের ছেলে শাহীন রেজা (৩৫) কে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) দুপুরে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।