নওগাঁর সাপাহারে বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার কোচকুড়িলিয়া স্কুল মাঠে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় রাষ্ট্রীয় সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ সময় পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগন, পরিবারের সদস্যসহ এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বার্ধক্যজনিত কারনে কোচকুড়িলিয়ায় নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।