Related Articles

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন”- “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ব্রাকের সহযোগীতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।
সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)