ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ছাত্রদল নেতারা জানান, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন শেষে মধুর ক্যান্টিনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে মুক্তিযোদ্ধা মঞ্চের নেতারা। পরে তাদের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগ।
ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, এ হামলায় আহত হয়েছেন মামুন খান, শাহজাহান শাওন, তারেক হাসান মামুন, নাইম হাসানসহ দলের অন্তত ১০ কর্মী।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।