- স্টাফ রিপোর্টা ঃ বগুড়া এ্যডভোকেট বার সমিতির নির্বাচন উপলক্ষে বগুড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রাক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে গওহর আলী বার ভবনে পিপি এ্যাড, আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এ্যাড, মকবুল হোসেন মুকুল, এ্যাড, আল মাহমুদ, এ্যাড, গোলাম রব্বানী খান রোমান, এ্যাড, লুৎফে গালিব আল জাহিদ মৃদুল, এ্যাড, নরেশ মুখার্জী, এ্যাড, জাকির হোসেন নবাব, এ্যাড, তবিবর রহমান তবি, এ্যাড, হেলালুর রহমান, এ্যাড, তাইফুর রহমান চারু, এ্যাড, মন্তেজার রহমান মন্টু, এ্যাড, আশেকুর রহমান সুজন, এ্যাড, গোলঅম ফারুক, এ্যাড, সেকেন্দার আলী প্রমূখ। সভায় এ্যাড, আব্দুল মতিনকে প্রধান করে এ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভার শেষে বগুড়ার অসুস্থ্য এ্যাডভোকেটদের দের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
