বিডি ল নিউজ২৪ ডটকম ডেস্ক ঃ দুদকের হাতে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গ্রেপ্তার
বগুড়া সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান পিতা মৃত জয়নাল উদ্দিন খান, গ্রাম- চন্দন গাড়ী, থানা- বেলকুচি জেলা- সিরাজগঞ্জ
অদ্য ২৭-১০-২০১৯ তারিখ সন্ধ্যা ৬ টার সময় মালতিনগর আনসার ভিডিপি কার্যালয় হতে বগুড়া দুদকের ডিডি সহ ৫ সদস্যর টিম অভিযান পরিচালনা করে ডিডি আমিনুর ইসলাম তাকে গ্রেফÍার করে।
স্থানীয় ভাবে জানাজায়,মামুন ও শাকিল দুদকের নিকট গত ১৬-১০-১৯ ইং তারিখের অভিযোগের ভিত্তিতে শাকিলের ৫ হাজার ও মামুনের ৫ হাজার এবং অন্য জনের নিকট হতে ১০ হাজার মোট ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সত্যতা পাওয়ায় হাতে নাতে ধৃত করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।